দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের সুইহারী খালপাড়া মাঠে ক্রিকেট খেলতে গিয়ে মামুন নামে এক কিশোর বাড়ীতে ফিরে আসেনি। এ ব্যাপারে মানুনের বড় ভাই কোতয়ালী থানায় জিডি করেছেন ।
শহরের সুইহারী খালপাড়া এলাকার মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ মামুন (১৩) গত ১৫ জানুয়ারী বাড়ীর পাশের মাঠে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে তার বন্ধরা সবাই নিজ নিজ বাড়ীতে ফিরে গেলেও মামুন বাসায় ফিরেনি। তার খেলার সাথী ও আত্মীয়-স্বজনদের বাড়ীতেও তাকে খোজ করে পাওয়া যায়নি।
এ ঘটনায় তারিখ-২৭-০১-২০১৫ তারিখে নিখোঁজ মামুনের বড় ভাই মোঃ মাহাবুবুর রহমান দিনাজপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার জিডি নং-১৩৬৬।
জিডিতে উল্লেখ করা হয়েছে, মামুনের গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরণে ছিল কালো রংয়ের জেকেট ও ফুলপ্যান্ট। তার মুখের আকৃতি গোলাকার, মাথার চুল কালো। সে ষষ্ঠ শ্রেনীতে পড়ে। তার কোন খোঁজ পেলে ০১৭৩৭১৮৬৬৮৫ নাম্বারে সন্ধান দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।