সিসি নিউজ: নীলফামারীতে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে অ্যাকটিভিট সিটিজেন নামের একটি ছাত্র সংগঠন। বুধবার দুপুরে জেলা সদরের পুরাতন রেলওয়ে স্টেশন কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে সুবিধা বঞ্চিত শিশুদের হাতে এসব শিক্ষ উপকরণ তুলে দেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু।
এ সময় নীলফামারী সরকারি কলেজের উপাধ্যক্ষ দিদারুল ইসলাম, কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক আলতাফুর রহমান, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মীর জহুরুল ইসলাম, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম, বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ওয়াচের আঞ্চলিক কর্মকর্তা কামাল হোসেন, অ্যাকটিভিট সিটিজেন ছাত্র সংগঠনের নাসিমা বেগম, বাবুল আখতারসহ সুবিধা বঞ্চিত শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নীলফামারীস্থ অ্যাকটিভিট সিটিজেন সংগঠনের নেত্রী নাসিমা বেগম জানান, নীলফামারী পৌরসভা এলাকার সুবিধা বঞ্চিত ৩০জন শিশুকে শিক্ষা উপকরন হিসাবে খাতা কলম, পেন্সিল, স্কেল ও রাবার প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।