বিরামপুর প্রতিনিধি: বিরামপুর উপজেলার জোতজয়রামপুর গ্রামের মশফিকুর রহমানকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী খালেক মিয়াকে (৩০) গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে। মামলা সূত্রে প্রকাশ, জোতজয়রামপুর গ্রামের মৃতঃ মাবুদ শাহ’র পুত্র মশফিকুর রহমানকে আসামীরা হত্যা করে রেল লাইনে ফেলে রাখে। এতে তার দেহ কেটে কয়েক টুকরা হয়ে যায়। এঘটনায় নিহতের স্ত্রী লাইলী বেগম পার্বতীপুর জিআরপি থানায় গত বছরের ১৫ অক্টোবর হত্যা মামলা রুজু করেন। বিরামপুর থানার উপ-পরিদর্শক শামসুল আলম ঐ মামলার পলাতক আসামী খালেক মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে পাঠান।
থানা পুলিশ একই দিন মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দেবীপুর গ্রামের ফরহাদ হোসেনকে এবং অপর মাদক মামলার পলাতক আসামী চরকাই গ্রামের শাহীন চৌধুরীকে গ্রেফতার করে মঙ্গলবার দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে।