ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল শেষ হওয়ার পর বর্ধিত আরো ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিনে রাজধানীর গাবতলী থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস।
বৃহস্পতিবার সকালে গাবতলী বাস টার্মিনালে পরিবহণগুলোর কাউন্টারের সামনে কিছুসংখ্যক যাত্রীর ভিড় দেখা গেছে।
গাবতলী থেকে সকালে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে গেছে বিকাশ পরিবহণ, রংপুরের উদ্দেশে ছেড়ে যাচ্ছে উরা পরিবহণ, কুষ্টিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে সুমন ডিলাক্স পরিবহণ, যশোরের উদ্দেশে ছেড়ে যাচ্ছে রাসেল পরিবহণ ও ঈগল পরিবহণ, সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে যাচ্ছে দ্রুতি পরিবহণ। এ রকম আরো কিছু পরিবহণ ছাড়ার অপেক্ষায় আছে। যাত্রী পরিপূর্ণ হলেই ছেড়ে যাবে পরিবহণগুলো।
দ্রুতি পরিবহণের কাউন্টারের সামনে সাতক্ষীরা যাওয়ার উদ্দেশে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ হাশেম সিকদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘হরতালে বাসে বাড়ি যাওয়াটা ঝুঁকিপূর্ণ, তা আমি জানি। তবু বাড়িতে যেতেই হবে। তাই সকালবেলা গাবতলী এসেছি এই ভেবে যে, যদি কোনো বাস নাও ছাড়ে তাহলেও লোকাল বাসে ভেঙে ভেঙে যাব। কিন্তু এসে দেখি বাস ছাড়ছে তবে ভাড়াটা একটু বেশি নিচ্ছে।’
ভাড়া বেশির কারণ জানতে চাইলে দ্রুতি পরিবহণের কাউন্টার ম্যানেজার বলেন, ‘আসলে জীবনের ঝুঁকি নিয়ে আমরা বাস ছাড়ছি। তা ছাড়া, হরতালে বাসের ড্রাইভারকে পারিশ্রমিক একটু বেশি দিতে হয়। বেশি টাকার মাধ্যমে তাকে দিয়ে বাস ছাড়তে হয়। তাই একটু বেশি ভাড়া নিচ্ছি।’