দিনাজপুর : অস্ত্র পরিস্কার করতে গিয়ে দিনাজপুরে এক পুলিশ কনেষ্টবল গুলিবিদ্ধ হয়েছে। বাম হাতের তালুতে গুলিবিদ্ধ এ পুলিশ কনেষ্টবল আমিনুর ইসলাম (৩৮) এখন আশংকা মুক্ত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলা পুলিশ সুপার মো.রুহুল আমিন ঘটনাস্থল দিনাজপুর পুলিশ লাইনস্ এর অস্ত্রাগার পরিদর্শন ও চিকিৎসাধীন কনেষ্টবল আমিনুর ইসলাম (৩৮ কে হাসপাতালে দেখেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে জেলা পুলিশ সুপার মো.রুহুল আমিন জানান, কনেষ্টবল আমিনুর ইসলাম (৩৮) এখন ভালো এবং সুস্থ্য আছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইনস্ এর অস্ত্রাগার দায়িত্বরত কনেষ্টবল আমিনুর ইসলাম একটি পিস্তল পরিস্কার করতে গিয়ে অসাবধনা বশতঃ একটি গুলি তার বাম হাতের তালুতে লাগে। তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়।