সিসি নিউজ: চলমান সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেছে নতুন ধারা বাংলাদেশ (এনডিবি) নামক একটি সংগঠন।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে ঝাড়ু মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের নেতা-কর্মীরা।
এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, ‘সরকার ও রাজনৈতিক নেতৃবৃন্দকে অবিলম্বে এই চলমান নাশকতা বন্ধ করতে হবে। তা না হলে আজ যেমন ঝাড়ু মিছিল হয়েছে, তেমনি আগামীতে সারা দেশে কাফন মিছিল করা হবে। আমরা প্রমাণ করতে চাই ১৯৫২ এর সেই সাহসী তরুণেরা, ‘৭১ এর নতুন প্রজন্ম এবং ‘৯০ এর নূর হোসেনের সেই সহযাত্রীরা আজও জাগ্রত রয়েছে। তারা জাতির যেকোন ক্রান্তিলগ্নে বুকের রক্ত দিয়ে রাজপথকে কলঙ্কমুক্ত করবে।’
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আব্দুল মান্নান আজাদ লায়ন, ডা. আবুল কাশেম ভূইয়া প্রমুখ।