সিসি নিউজ: দেশব্যাপী বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও ও সহিংস কর্মকাণ্ড বন্ধ এবং জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে শাহবাগে অব্যাহত রয়েছে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি শুক্রবার সকালেও চলছে। দেশের চলমান সহিংসতা বন্ধ না হলে তাদের এ অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
তিনি বলেন, একদিকে বিরোধী দলের দেশব্যাপী আন্দোলনের নামে সহিংসতা অন্যদিকে সরকারি দলের শক্ত দমন। তাদের এমন রাজনীতির কারণে আজ পুড়ে মরছে সাধারণ জনগণ। জায়গা হচ্ছে না বার্ন ইউনিটে। একটি স্বাধীন দেশের চিত্র এমন হতে পারে না। সংকট উত্তরণে সরকার ও বিরোধী দল উভয়কেই এগিয়ে আসতে হবে।