• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:৫০ পূর্বাহ্ন |

ইরি বোরো চাষে ব্যস্ত রাজবাড়ীর কৃষক

Rice-1423292874রাজবাড়ী : রাজবাড়ীর ৫টি উপজেলা পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, গোয়ালন্দ ও রাজবাড়ী সদরের কৃষক এখন ইরি বোরো চাষে ব্যস্ত সময় পার করছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কালুখালীর কালিকাপুর গ্রামের প্রতিটি এলাকায় ইরি-বোরো ধানের চারা রোপনের কাজ শুরু হয়েছে পুরোদমে। কৃষকরা জানান, সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হলে চলতি মৌসুমেও ইরি-বোরোতে বাম্পার ফলনের আশা করছেন তারা।

কৃষক ইদ্রিস মিয়া, ফারুক মোল্লা, আবুল ফকির জানান, ঘন-ঘন লোডশেডিং যদি না থাকে তাহলে আশানানুরূপ ফলন উৎপাদন করা সম্ভব।

বালিয়াকান্দি উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আশরাফ আলী জানান, প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নের ৩২হাজার ১৫১ হেক্টর জমিতে ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ২ লাখ ৪হাজার ৫১৩ মেট্রিক টন। উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সার্বিক সহযোগিতার কথাও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ