কুড়িগ্রাম: কুড়িগ্রাম কারাগার থেকে চারজন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদের মধ্যে তিনজন এসএসসি ও একজন দাখিল পরীক্ষার্থী।
দিনাজপুর বোর্ড কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিশেষ ব্যবস্থায় কারাগারের মধ্যে তারা শুক্রবার প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করে।
কুড়িগ্রাম কারাগারের জেলার লুৎফর রহমান জানান, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের আতিকুর রহমান, শাহরিয়ার ইসলাম ও উলিপুরের মণ্ডলেরহাট এমএস স্কুল এন্ড কলেজের সাদেকুর রহমান এবং উলিপুরের পাঁচপীর আলিয়া মাদ্রাসার আবু নোমান কারাগার থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেয়।
এরা বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছে রয়েছে বলে তিনি জানান।