সিসি নিউজ: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালের কারণে ফের পেছানো হলো এসএসসি সমমানের পরীক্ষা।
শনিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ।
তিনি জানান, রোববার এসএসসির ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা পরিবর্তন করে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর মঙ্গলবারের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এছাড়া মাদরাসার শিক্ষার্থীদের রোববারের আরবি প্রথম পত্র এবং মঙ্গলবারের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষাও একই সময়ে অনুষ্ঠিত হবে।’