সিসি ডেস্
ক: চলতি সপ্তাহের হরতাল ৭২ ঘণ্টা থেকে বাড়িয়ে ১০৮ ঘণ্টা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। চলমান অবরোধ কর্মসূচির সঙ্গে আজ রবিবার সকাল ৬টা থেকে প্রথম দফায় টানা ৭২ ঘণ্টার হরতাল শুরু হবে। শেষ হবে বুধবার সকাল ৬টায়। এর পর পরই আবার ৩৬ ঘণ্টা হরতাল দেয়ার পরিকল্পনা হয়েছে বলে বিএনপিসূত্র জানায়। অর্থাত্ এই সপ্তাহের হরতাল শেষ হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়। দলের একটি দায়িত্বশীল সূত্র জানায়, দ্বিতীয় দফার হরতালের ঘোষণা মঙ্গলবার দেয়া হবে। এর পরের সপ্তাহেও বিরামহীন ১০৮ ঘণ্টার হরতাল দেয়ার চিন্তা করছে দলটি। বেগম জিয়ার জরুরি নির্দেশনাগুলো সেলফোনে গুলশান অফিস থেকে এসএমএস আকারে সংশ্লিষ্ট নেতাদের কাছে পাঠানো হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, পর্যায়ক্রমে লাগাতার হরতালের পরিকল্পনা আগেই নেয়া আছে। ধাপে ধাপে আসবে লাগাতার হরতাল।
গত ৬ জানুয়ারি থেকে অবরোধের পাশাপাশি দফায় দফায় হরতাল দিয়ে আসছে ২০ দলীয় জোট। তবে গত এক মাসের এই আন্দোলনের প্রভাব রাজধানী ঢাকাকে স্পর্শ করতে পারেনি। ঢাকা শহরে হরতাল-অবরোধের সমর্থনে মিছিল-সমাবেশ না হলেও মফস্বল এলাকায় কম-বেশি মিছিল হচ্ছে। নাশকতাও চলছে সমানতালে।
এদিকে, গত ৩১ জানুয়ারি সকাল থেকে বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিচ্ছিন্ন করে দেয়া ইন্টারনেট, টিএন্ডটি টেলিফোন, ক্যাবল টিভি নেটওয়ার্ক আর সংযোগ দেয়া হয়নি। এছাড়া কার্যালয়ের গেটে পুলিশ অবস্থান করছে। গত ৩ জানুয়ারি থেকে বেগম খালেদা জিয়া এই কার্যালয়ে অবস্থান করছেন। তার সঙ্গে এখন আছেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, শামসুর রহমান, শিমুল বিশ্বাস, মারুফ কামাল খানসহ তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা।
২০ দল নাশকতায় জড়িত নয় :বিএনপি
শনিবার এক বিবৃতিতে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলবে। সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, শুক্রবার রাতে গাইবান্ধার তুলশীঘাটে যাত্রীবাহী বাসে বর্বরোচিত পেট্রোল বোমা হামলার ঘটনায় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বিএনপি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট বরাবরই বলে আসছে যে, এধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে তারা আদৌ জড়িত নয়। বরং সরকারই এধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে বিরোধী দলের ওপর দায় চাপানোর অপচেষ্টা অব্যাহত রেখেছে।