ঢাকা: গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, যারা রাজনীতিতে বিভাজন সৃষ্টি করে তারা দেশ ও জাতির শত্রু। তারা হীন স্বার্থে এ বিভাজন তৈরি করে। আসলে তারা সংকীর্ণমনা। তারা জাতির অভিশাপ। মানুষ ঐক্য চায়, বিভাজন নয়।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঐক্যবন্ধ ছাত্র সমাজ আয়োজিত ‘দেশ ও শিক্ষার পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ডাক’ শীর্ষক এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশে চলমান সমস্যার জন্য সংলাপের আহ্বান জানিয়ে কামাল হোসেন বলেন, ‘সংলাপের মাধ্যমে এমন একটা নির্বাচন করতে হবে যেখানে সব দল অংশগ্রহন করবে। এ সংলাপে দল মত নির্বিশেষে সব মানুষের অংশগ্রহণ থাকতে হবে।’
কামাল হোসেন বলেন, ‘বাংলাদেশের কোন দল আমাদের কিছুই দিতে পারেনি। তাই আজ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের ইতিহাসের সকল অর্জনে ছাত্রসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমান রাজনৈতিক সঙ্কটে শুধু ছাত্রসমাজ না, সব পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সংগঠনের সভাপতি আজমর রুপুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনছুর, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরি, ড. জাফরুল্লাহ, জগলুর হায়দার বাপ্পী, আমেনা মহসীন, সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদুল্লাহ মধু প্রমুখ।