সিসি নিউজ: রাজধানীর বনশ্রী এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে ১৬টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদল আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল বনশ্রীর তিতাস রোড এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে।