ঢাকা: এক হাজার ৩৪৭ কোটি তিন লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)।
মঙ্গলবার সকালে একনেক ভবনের এনইসি সম্মেলন কক্ষে নিয়মিত বৈঠকে এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে (জিওবি) এই প্রকল্পগুলোর বাস্তবায়ন হবে বলে জানা যায়।