খেলাধুলা ডেস্ক: একসময় তিনি খেলতেন আয়ারল্যান্ডের হয়ে। এখন তিনি ইংল্যান্ডের অধিনায়ক। এই তিনিটা হচ্ছেন ইয়ন মরগ্যান। ইংলিশ অধিনায়ক হয়তো অনেক আগেই আঁচ করতে পেরেছিলেন যত ভালো পারফরম্যান্স প্রদর্শন করি না কেন আয়ারল্যান্ডের হয়ে সহসাই মিলবে না টেস্ট খেলার সুযোগ। তাই পাশের দেশ ইংল্যান্ডে থিতু হওয়াই ভালো। মরগ্যান সেটাই করেছেন। শুধু থিতুই হননি। বিশ্বকাপে ইংল্যান্ডের নেতৃত্বভারও পড়েছে মরগ্যানের কাঁধে।
আফসোসে পুড়ছে আইরিশরা। মরগ্যানের উত্থান পর্ব যে আয়ারল্যান্ড থেকেই। কোন রাখঢাক না রেখে আয়ারল্যান্ডের প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক অ্যালান লুইস বলে দিয়েছেন, এটা ছিল আইরিশদের জন্য হতাশাজনক। ‘আমি যদি গত ১০ বছর ধরে ইংল্যান্ড দলের দিকে তাকাই তাহলে দেখা যায় ছোট এই দ্বীপ দেশ থেকে সেখানে তিন জন খেলেছেন, যে দেশে ক্রিকেটটা চার-পাঁচ নম্বর খেলা। আর ইংল্যান্ডের জাতীয় খেলা ক্রিকেট। ইয়ন মরগ্যানের সামর্থ্য আছে। আমরা চাই না সে ওই সুযোগ থেকে বঞ্চিত হোক। তবে আমরাও শীর্ষ পর্যায়ে খেলতে চাই। সত্যি কথা বলতে, প্রত্যেক আইরিশ সমর্থক তার মঙ্গল চায়। সে আমাদের জন্য গৌরব, একই সঙ্গে চরম হতাশারও।’
মরগ্যানের মত বয়েড র্যানকিনও দেশান্তরী হয়েছেন। তিনিও খেলেছেন ইংল্যান্ডে। ২০১৩ সালের সেপ্টেম্বরে র্যানকিনের অভিষেক হয় আয়ারল্যান্ডের বিপক্ষেই। কিন্তু ওয়ানডে দলে নিজের আসন পাকাপোক্ত করতে পারেননি। ২০১৪ সালে সিডনিতে অভিষেক টেস্টেও ভাল কিছু উপহার দিতে পারেননি। আবার র্যানকিন ফিরে আসতে চাইলে আইরিশ দলে নেওয়া হবে কী-না এমন প্রশ্নে লুইসের সাফ জবাব, ‘ আমরা তার পারফরম্যান্স দেখেছি। তবে তার জন্য ফিরে আসার দরজা বন্ধ।’