খানসামা প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশু বিবাহ প্রতিরোধ প্রকল্প’র আওতায় ‘সবাই মিলে ঐক্য, গড়ি শিশু বিবাহ বন্ধ করি’ শ্লোগান নিয়ে উপজেলার ভাবকী ইউনিয়নে শিশু বিবাহ বন্ধে অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় বাবর আলী শাহ দাখিল মাদরাসায় বেসরকারি সংস্থা এসইউপিকে’র সহযোগিতায় এবং ম্যানেজিং কমিটি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিশেষ অতিথি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিশু বিবাহ বন্ধ করণ প্রকল্প’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুবীর কুমার কর, এরিয়া কো-অর্ডিনেটর আবুল হোসেন, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’র প্রকল্প কর্মকর্তা (প্রশিক্ষণ) খায়রুল ইসলাম সহ ওই এলাকার প্রবীণ ব্যক্তিত্ব আব্দুস সোবহান উপস্থিত ছিলেন। আলোচনার পূর্বে শিশু বিবাহের কুফল সম্পর্কিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে অতিথি, এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে শিশু বিবাহ সম্পর্কিত একটি মতামত পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিশু বিবাহের কুফল, কারণ এবং করণীয় সম্পর্কিত বিষয় তুলে ধরা হয়। এছাড়াও প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শিশু বিবাহ বন্ধে এলাকাবাসীর করণীয় ও আইনী সহায়তা প্রদানে বিশদ ভাবে আলোচনা করেন। এ সময় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ ৩ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।