সিসি নিউজ: রাজধানীর শাহবাগে গণপিটুনিতে এক ককটেল নিক্ষেপকারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাজধানীর শাহবাগ এলাকায় রাতে দুজন দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে নাশকতার সৃষ্টির চেষ্টা করে। এ সময় সেখানকার লোকজন তাদের ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে গণপিটুনির শিকার একজনের মৃত্যু হয়। অপরজন চিকিৎসাধীন রয়েছে।