দিনাজপুর প্রতিনিধি : ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির কর্তৃক অযৌক্তিক ধর্মঘটের প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
বৃহস্পতিবার দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসফিকার সামস’র নেতৃত্বে দিমেক ক্যাম্পাস চত্ত্বরে বিক্ষোভ মিছিল শেষে ডা. ইউসুফ আলী ছাত্রাবাস চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাদেকুর রহমান বিপ্লব, ছাত্রলীগ নেতা রকিবুল মিথুন, শহর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হারুন-উর রশিদ রায়হান, দিমেক ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রাশেদ রানা প্রমূখ। মিছিল ও সমাবেশে মেডিকেল কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।