বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসে আসছে সংগীতশিল্পী নওমীর নতুন গান। তবে কোনো অ্যালবামে নয়, ডিজিটালি প্রকাশিত হবে গানটি। জেরোনা এন্টারটাইনমেন্ট প্রযোজিত এ ভালোবাসার গানটি অনলাইনের মাধ্যমে ছড়িয়ে যাবে বিশ্বব্যাপী। রবিউল ইসলাম জীবনের লেখা এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। এরপর অনলাইনেই মুক্তি পাচ্ছে জাদুঘর প্রযোজিত নওমীর আরেকটি একক গান। সুস্মিতা বিশ্বাসের রচনায় গানটির কম্পোজিশন করেছেন প্রবাসী শিল্পী নাগিব হক। গান প্রকাশিত হচ্ছে ঠিকই, তবে অ্যালবামে নয় কেন?
কারণ হিসেবে নওমী বলেন, ‘ডিজিটালি প্রকাশিত গানগুলো খুব সহজেই বিশ্বের বিভিন্ন স্থানের শ্রোতার কাছে পৌঁছে যায়। আর আপাতত কোন অ্যালবামে কাজ করতে চাচ্ছি না। আমি প্রায় ৪ মাস ধরেই তেমন কোন কাজ করছি না। সত্যি কথা বলতে কি, টানা কাজ করলে গান গুলো একঘেয়ে লাগে। গানের কোন ভ্যারিয়েশন খুঁজে পাচ্ছিলাম না। তাই কাজ বন্ধ রেখে সবার গান শুনলাম। আর প্র্যাকটিস করলাম। লেখাপড়া নিয়েও ব্যস্ত আছি।’
সম্প্রতি একটি চলচ্চিত্রের প্লেব্যাকে কণ্ঠ দিয়েছেন নওমী। জায়েদ রিওয়ান পরিচালিত এ ছবির নাম ‘মৃত্যুপুরী’। এখানেরও গানের গীতিকার হিসেবে আছেন সুষ্মিতা বিশ্বাস সাথী এবং সংগীতায়োজন করছেন নাগিব হক। সাম্প্রতিক ব্যস্ততা এবং নিজের সলো অ্যালবাম প্রসঙ্গে শিল্পী বলেন, ‘বর্তমান ব্যস্ততা আসলে গান শোনা, রেওয়াজ করা এবং লেখাপড়া নিয়েই। টেলিভিশনে লাইভ শো করছি না। কারণ সব অনুষ্ঠানের প্যাটার্ন, সাউন্ড এবং ফিডব্যাক প্রায় একইরকম। আর মিক্সড অ্যালবামে কাজ করছি না, কারণ আমার একক অ্যালবাম নিয়ে ভাবছি। অনেকগুলো কোম্পানী অ্যালবাম স্পন্সর করার প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি এই অ্যালবামটি বাণিজ্যিক ঘরানার করতে চাই না। ভালো লাগার মত কিছু গান নিয়ে এক্সপেরিমেন্টাল একটা অ্যালবাম করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক আলোচনাও চলছে। সবকিছু ঠিক থাকলে মার্চ মাস থেকে অ্যালবামের কাজে হাত দেবো।’