ঝিনাইদহ : মহেশপুরের লেবুতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে হত্যায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। একইসঙ্গে তারা নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে। বৃহস্পতিবার সীমান্তের ৫১/৬ এস মেইন পিলারের পাশে জিরো লাইনে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর সন্ধ্যা পৌনে ৮টার দিকে লাশ ফেরত দেয়া হয়। পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে নেতৃত্ব দেন বিজিবির ২৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১ নং ব্যাটালিয়নের কমান্ডার এসকে শুক্লা।
উভয়পক্ষের মধ্যে ২ ঘণ্টাব্যাপী পতাকা বৈঠকে বিএসএফ এ হত্যাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিজিবি ২৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল জাহাঙ্গীর হোসেন।
উল্লখ্য, বুধবার ভোর ৫টার দিকে ভারতের কাশীপুর ক্যাম্পের বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়। আহত হয় আরও একজন।
নিহতরা হলেন- মহেশপুর উপজেলার জলুলী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে ফয়েজ হোসেন (৪০) ও লেবুতলা গ্রামের মিরাজ মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।