ডোমার প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনয়নের বিএনপি যুবদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম ভুট্ট (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। ভুট্ট ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া গ্রামের মৃত. সাইদার রহমানের ছেলে। শনিবার ভোরে ডোমার উপজেলার বেতগাড়া গ্রামের বাবুপাড়ার নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গত বছরের সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে আগুন, ব্যালট পেপার ছিনতাই ও চলমান অবরোধ হরতালে নাশকতার অভিযোগ রয়েছে।