গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-রাজশাহী রেল লাইনের ফিসপ্লেট খোলার সময় শনিবার রাতে আনসার সদস্যরা এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন।
আটক যুবকের নাম মো. জাহাঙ্গীর আলম ওরফে মিজান (২০)। সে মৌলভীবাজারের কুলাউড়া থানার গাজীপুর চাবাগান এলাকার ফরিদ আহমেদের ছেলে। এ ঘটনায় জেলা প্রশাসক চার আনসার সদস্যকে ২০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন।
আনসার ও ভিডিপির গাজীপুর জেলা কমান্ড্যান্ট মীর আলমগীর হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় ৬-৭ জন যুবক রেল লাইনের ফিসপ্লেট খুলছিল। এ সময় রেল লাইনে ডিউটিরত আনসার সদস্যরা তাদের ধাওয়া করে জাহাঙ্গীরকে ধরে ফেলেন। অন্যরা পালিয়ে যায়। পরে তাকে কালিয়াকৈর থানা পুলিশে সোপর্দ করা হয়।
কালিয়াকৈর থানার সেকেন্ড অফিসার মো. মাসুদ আলম জানান, আটক জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যজিত রায় দাস জানিয়েছেন, আটক দুষ্কৃতকারীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম দুষ্কৃতকারীকে আটকে করায় ওই চার আনসার সদস্যের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দিয়েছেন।