সিসি নিউজ: হরতাল ও অবরোধের নামে নৈরাজ্য রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাই কোর্ট সরকারকে যে নির্দেশ দিয়েছে তা ‘সবার জন্যই পালনীয়’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলছেন, “কোর্ট নির্দেশনা যার প্রতি দিয়ে থাকুক না কেন, তা সবার জন্য পালনীয়।”
রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, “কোর্টের ক্ষমতা আছে রুল দেওয়ার। বিষয়টি নিয়ে আরও একটি মামলা রয়েছে। পশ্চিমবঙ্গ, কেরালা, মুম্বাইয়ের হাই কোর্টও এ বিষয়ে রায় দিয়েছে। সেখানে তারা বলেছে হরতাল বা এ ধরনের রাজনৈতিক কর্মসূচির কারণে যদি জানমালের ক্ষতি হয় তবে যে কর্মসূচি দিয়েছে তাকে ক্ষতিপূরণ দিতে হবে।”
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে টানা অবরোধ চালিয়ে আসছে। এরই মধ্যে ফেব্রুয়ারির শুরু থেকে সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিনই হরতাল চলছে।
নাশকতা ও সহিংসতায় এ পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই নিহত হয়েছেন পেট্রোল বোমায় দগ্ধ হয়ে।
রোববার এ বিষয়ে একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে হাই কোর্টের একটি বেঞ্চ ‘হরতাল ও অবরোধের নামে নৈরাজ্য রোধে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়।
‘নৃশংস অবরোধ’ কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে হাই কোর্ট।
চলমান অবরোধে দেশের অর্থনীতির ক্ষতির হিসাব তুলে ধরে আইন করে এ ধরনের কর্মসূচি বন্ধের দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা।
হরতাল-অবরোধের মত কর্মসূচি নিষিদ্ধ হলে সাংবিধানিক অধিকার হরণ হবে কি না- এমন প্রশ্নে সুরঞ্জিত বলেন, “আমাদের সংবিধানে চলাফেরার অধিকার দেওয়া হয়েছে। কিন্তু আমার এই অধিকার অন্য কারও চলাফেরায় বাধা দিয়ে নয়। কর্মসূচি পালন করতে গিয়ে অন্যের ক্ষতি করতে পারবেন না।”
আদালতের মাধ্যমে এ ধরনের নির্দেশনা আসায় রাজনীতিবিদদের (সরকার) সামনে কোনো সীমাবদ্ধতা তৈরি হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সংবিধানের ব্যাখ্য দেওয়ার অধিকার একমাত্র সুপ্রিম কোর্টের। এই অধিকার নিরঙ্কুশ। এমনকি সংসদ যদি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করে, সুপ্রিম কোর্ট সেখানেও হস্তক্ষেপ করতে পারে।”