• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:০৫ পূর্বাহ্ন |

ঢাকার রিকশায় চড়তে চান মমতা

Momotaসিসি ডেস্ক: ২০ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকার ভাষা শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ দেখবেন অমর একুশে ভাষা শহীদদের স্মরণে রাতভর চলা অনুষ্ঠান৷ তিন দিনের সফরে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি৷ দু’দেশের সম্পর্ক আরও ভালো করতে উদ্যোগ নেবেন৷
বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় সূত্রে খবর, ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় দিনের সফরে ঢাকায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ সঙ্গে মন্ত্রী ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু-সহ ৩৩ সদস্যের প্রতিনিধি দল৷ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম৷ থাকবেন ঢাকায় ভারতীয় দূতাবাসের পদস্হ কর্মকর্তারা

পরের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷ সেখানে অতিথি আপ্যায়নের পাশাপাশি সৌজন্য সাক্ষাতে হাসিনা তুলবেন অমীমাংসিত তিস্তার পানি বণ্টনের প্রসঙ্গটি৷ বলবেন বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ তিস্তার পানি আর একটু না পেলে খুব সমস্যায় পড়ছেন৷ জলের অভাবে চলন বিল শুকিয়ে যাচ্ছে৷ দীর্ঘদিন ধরে বাংলাদেশের চাওয়া স্হল সীমাম্ত চুক্তির বিষয়ে সম্মতি দেওয়ায় মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবেন হাসিনা৷
কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি চেয়ার শেখ হাসিনার বাবা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নামে করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ সে বিষয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানাবেন হাসিনা৷ বলবেন দুই বাংলার সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের মানুষের অকুন্ঠ সহায়তার কথা৷ ওই সময়ই মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় এসে বঙ্গবন্ধুর নামাঙ্কিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের চেয়ার উদ্বোধনের আমন্ত্রণ জানাবেন৷ ওই দিনই বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলি মমতা ব্যানার্জির সম্মানে নৈশভোজের আয়োজন করবেন৷ ২০ তারিখেই বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি রাতে তার সঙ্গে শহিদ মিনারে যাবেন৷ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন৷ বৈঠক হতে পারে বাংলাদেশ বণিকসভার প্রতিনিধিদের সঙ্গেও৷ পরিকল্পনায় রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাড়ি ঘুরিয়ে দেখানোর৷ বাংলাদেশের সাংসদদের সঙ্গে সৌজন্য বৈঠকে মুখ্যমন্ত্রী ঢাকার পথে রিকশা চড়ে ঘুরে বেড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন৷ ঢাকার পথে সুসজ্জিত রিকশায় করে ঘোরানোর পরিকল্পনা রয়েছে৷ একুশে স্মরণে ঢাকায় এখন চলছে বইমেলা৷ সেই বইমেলায়ও যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ তবে বাংলাদেশ এখন রাজনৈতিক কারণে উত্তপ্ত৷ ঢাকার পথে যখন তখন বাস, অটো, গাড়ি পুড়ছে৷ সেই জন্য মুখ্যমন্ত্রীর ঢাকা সফরের সফর সূচিতে কিছু রদবদলের সম্ভাবনা রয়েছে৷ ২১ তারিখে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে আসবেন৷- আজকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ