চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য বর্ণিল আয়োজনে বুধবার সকাল ১১ টায় চিলমারী প্রেস ক্লাবের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজনা করা হয়। চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম আবু হোরায়রা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তবিবুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলি, মুক্তিযোদ্ধা সংসদ চিলমারী কমান্ডার আলহাজ্ব নজরুল ইসলাম, উপাধ্যক্ষ সামছুদ্দিন সরকার। বক্তব্য রাখেন চিলমারী প্রেস ক্লাব উপদেষ্ঠা সভাপতি নাজমুল হুদা পারভেজ, সাধারন সম্পাদক ও সাপ্তাহিক জনপ্রাণ সম্পাদক শ্যামল কুমার বম্মর্ন প্রমুখ। উপস্থানায় ছিলেন চিলমারী প্রেস ক্লাব কার্যকরী সদস্য ও সাপ্তাহিক যুগের খবর প্রকাশক সম্পাদক এস এস নুরুল আমিন সরকার।