আন্তর্জাতিক ডেস্ক: আরও একবার খবরের শিরোনামে মোদির সেই বিতর্কিত স্যুট। ওবামার ভারত সফরের সময় মোদির যে স্যুট ঝড় তুলেছিল বিরোধী মহলে। বুধবার থেকেই সুরাটে নিলামে তোলা হবে ওই স্যুট। আগামী তিনদিন ধরে চলবে নিলাম। এই স্যুটের পুরোটা জুড়ে সেলাই করে লেখা রয়েছে মোদির নাম।
সূত্রের খবর, মোদীকে তারই কোনো শুভানুধ্যায়ী এই পরামর্শ দিয়েছেন। স্বচ্ছ ভারত অভিযানের টাকা তোলার জন্য নিলামে তোলা হচ্ছে ওই স্যুট। বারাণসীর একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই টাকা পাবে। অন্তত কয়েক লক্ষ টাকা দাম উঠবে বলে আশা করা হচ্ছে
ওবামা যেদিন ভারত সফরে আসেন, সেদিনই ওই স্যুট পরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে যে তার এই ফ্যাশনের অভিনবত্ব প্রশংসা পেয়েছিল। অন্যদিকে, সরব হয়েছিলেন বিরোধীরা। স্যুটের দাম নিয়ে কটাক্ষ বারবার করা হয়েছে প্রধানমন্ত্রীকে।
এর আগেও গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন নিজের পুরো বেতন দান করেছিলেন নারী শিক্ষার স্বার্থে। সরকারের জন্য ১৯ কোটি টাকা দিয়ে নিলাম করেছিলেন ১৮ হাজার উপহার। যদিও রাজনৈতিক মহলের একাংশের মতে নিজের ভাবমূর্তি ধরে রাখতেই এই পন্থা নিয়েছেন মোদি।– ওয়েবসাইট।