আজ সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা সারা দেশে কোনো কর্মসূচি না থাকার ঘোষণা আসতে পারে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। জোটের শরিক জামায়াতে ইসলামী কর্মসূচি শিথিল করার পক্ষে নয়। আজকের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত হলে কর্মসূচি শিথিলের বিষয়টি বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হতে পারে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ২৪ ঘণ্টার পর শনিবার রাত থেকে আবারও সারা দেশে অনির্দিষ্টকালের অবরোধ চলবে। একই সঙ্গে রবিবার থেকে টানা হরতালের ঘোষণাও আসতে পারে। হরতাল-অবরোধ রেখেই রাজধানীসহ সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল করার চিন্তাভাবনা রয়েছে। চলমান কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নেতাকর্মীদের রাজপথে নামানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। হরতালের সমর্থনে মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়লে পরে বড় ধরনের শোডাউনও করার চিন্তাভাবনা রয়েছে তাদের।