ঠাকুরগাঁও : ১৪ দলের ডাকা গণমিছিলে ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ১৪ দলের আয়োজনে শহরে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের জেলা আহ্বায়ক কামরুজ্জামান সুনামের নাম ঘোষণা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের বিপরীত পক্ষের নেতা-কর্মীরা সভায় হামলা চালায়। এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আপেলসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি জানান, কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক লীগের পৌর ও থানা কমিটি ঘোষণা করা হয়। এর জেরে দুটি পক্ষের মধ্যে আজ এই ঘটনা ঘটেছে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।