দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন কনা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় বেলুন-ফেস্টুন, পায়রা ও ফুলের ফিতা কেটে মাসব্যাপী দশম শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি’র আয়োজনে ও মনতা ডেকোরেশনের সহযোগিতায় গোর-এ শহীদ বড় ময়দানে মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি’র সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখনে জেলা প্রশাসক আহমদ শামিম আল রাজী। বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। চেম্বারের কার্যনির্বাহী কমিটির সদস্য রাহবার কবির পিয়ালের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডষ্ট্রি’র সহ-সভাপতি ও মেলা কমিটির আহবায়ক সারওয়ার আসফাক আহমেদ লিয়ন।
এ সময় চেম্বারের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, শাহিদ রিয়াজ পিম, মোঃ শামীম কবির, আলহাজ্ব সৈয়দ সগির আহম্মেদ, মোঃ শহিদুর রহমান পাটোয়ারী মোহন, প্রতাব কুমার সাহা পানু, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, ভবানী শংকর আগরওয়ালাসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
কাঞ্চন পুনরায় সভাপতি নির্বাচিত
দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন পুনরায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে সভাপতি নির্বাচন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। প্রিজাইটিং অফিসার ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কন্দর্প নারায়ন রায়’র সভাপতিত্বে সভায় সর্বম্মতিক্রমে বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনকে সভাপতি পদে পুনরায় নির্বাচিত করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেজামুল ইসলাম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. সালাউদ্দিন, মোঃ হারুনুর রশিদ, মোঃ জামাল উদ্দিন, মোঃ ফিরোজ আলম, ফাতেমা বানু, শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, মো. মনিরুজ্জামান চৌধুরী এবং জিন্নাতুল ফেরদৌস।
সভা শেষে বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।