ঢাকা: নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকা- পরিচালনার সকল পথ বন্ধ করার ফলে রাজনীতিতে উগ্রপন্থা ও অগণতান্ত্রিক শক্তির উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।
সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘২০ দল ঘোষিত চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। সরকার গণদাবি মেনে না নিলে ২০ দলীয় জোট আবারও হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘গণমানুষের ন্যায্য আকাঙ্খাকে প্রতিহিংসার স্টিম রোলার দিয়ে কখনও দাবিয়ে রাখা যাবে না। সরকারি জুলুম-নির্যাতনের মাত্রা যত বাড়ছে দ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ ততো দ্রুতগতিতে দাবানলে পরিণত হচ্ছে। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে জনগণের স্বতঃস্ফুর্ত বিদ্রোহই সরকারের পতন ত্বরান্বিত করবে।’
গত মঙ্গলবার রাতে যশোরের মনিরামপুরে পুলিশের গুলিতে দুই বিএনপি কর্মীর মৃত্যুর ঘটনাকে ঘৃণ্য হত্যাকা- উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার পট পরিবর্তন হলে এসব জঘন্য কর্মকা-ের জন্য দায়ী ব্যক্তিদের মানবতাবিরোধী অপরাধ আদালতের মাধ্যেমে বিচার করা হবে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা অবৈধ শাসক শ্রেণীর প্রতি আবারও আহবান জানাই, প্রতিহিংসা ও বিদ্বেষমূলক রাজনৈতিক অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পথে ফিরে আসুন। দেশকে বাঁচান, মানুষ বাঁচান।’