আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে গাড়ি বোমা ও আত্মঘাতী হামলায় কমপক্ষে ২০জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন সংসদ সদস্য ও মোগাদিসুর উপ মেয়র রয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। চরমপন্থি সংগঠন আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে।
মোগাদিসুতে অবস্থিত দ্যা সেন্ট্রাল হোটেলে প্রায় রাজনীতিবিদরা যাতায়াত করে থাকেন। হোটেলের মসজিদে এ হামলার ঘটনা ঘটেছে।
পুলিশের মেজর নুর মোহাম্মদ জানান, প্রথমে হোটেলের গেটে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। তারপর এক আত্মঘাতী হামলাকারি হোটেল আঙ্গিনা বোমার বিস্ফোরণ ঘটান।
তিনি বলেন, ‘হোটেলের ভেতরে মন্ত্রী ও আইন প্রনেতারা ছিলেন। আমি এক আইন প্রনেতাসহ বহু হতাহতকে দেখেছি।’
আল শাবাবের এক মুখপাত্র সোমালিতে বিবিসির সংবাদদাতাকে জানিয়েছেন, প্রার্থনার সময় তারা কর্মকর্তাদের হত্যা করেছেন, কারণ এসব কর্মকর্তা মুরতাদ ছিলো।