ডোমার (নীলফামারী) প্রতিনিধি: হরতালের সমর্থনে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল করেছে ডোমার উপজেলা ও পৌর বিএনপি। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল শেষে ডোমার বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়।
পৌর সভাপতি মোস্তফা ফিরোজ প্রধানের নেতৃর্ত্বে এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সা: সম্পাদক রেজাউল ইসলাম কালু, সাবেক সভাপতি মোসাব্বের হোসেন মানু , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির জাকির প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক শাহাদাৎ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ বিন সুমন, যুগ্ম আহবায়ক ইখতেখারুল আলম তিতুমীর, উপজেলা ছাত্রদলের উপজেলা সভাপতি শাহিন আলম শান্তু, সা: সম্পাদক সজিব বসুনিয়া, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান টুলু ,পৌর ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ ।