সিসি নিউজ: বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় নীলফামারীতে উদযাপিত হচ্ছে অমর একুশে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহর থেকে মানুষের ঢল নামে শহীদ মিনারগুলোতে। ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের বেদি।
শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ ফুল নিয়ে আসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে নীলফামারী প্রধান শহীদ মিনারে।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, টেলিভিশন সাংবাদিক ফোরাম, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ক্লাব, ক্রীড়া সংগঠনের ব্যানারে দেয়া হয় পুষ্পার্ঘ।
এছাড়া সকালে প্রভাত ফেরি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন সংগঠনের উদ্যোগে।