
পঞ্চগড়: বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে খাবার ও পানি সরবরাহ বন্ধ এবং জোটের নেতা এবং নাগরিকদের সঙ্গে সাক্ষাতে বাধা দেয়ার প্রতিবাদে পঞ্চগড়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে।
শনিবার সকাল ১১টায় শহরের বকুলতলাস্থ জেলা জাগপার কার্যালয়ের সামনে জাগপার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনসার আলীর নেতৃত্বে প্রতীকী অনশন কর্মসূচীতে জাগপাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
প্রতিকী অনশনে জেলা জাগপার সদস্য সচিব মফিজুল ইসলাম মফি, উপজেলা সভাপতি এমদাদ হক ভুঁইয়া, যুব জাগপার আহ্বায়ক শাহরীয়া বিপ্লব, দফতর সম্পাদক আতিকুর রহমান জুয়েল, পৌর জাগপার নেতা শাহাজান বানী, জেলা জাগপা ছাত্রলীগ সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক আনিস, যুব জাগপার নেতা কুয়েত ও মহব্বতসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। দুপুরে পর পঞ্চগড় প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলা জাগপার নেতা-কর্মীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।