ঢাকা: সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ৭ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফল দিয়ে তিনি এ শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েক মিনিট আগে রাত ১১টা ৪৫ মিনিটে মমতা তার সফরসঙ্গিদের নিয়ে শহীদ মিনারে পৌঁছান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তাকে অভ্যর্থনা জানান।
এর পর ধীর পায়ে হেঁটে যান শহীদ মিনারের বেদীর দিকে। এসময় মাইকে বাজছিল অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশের ফেব্রুয়ারি আমি কিভুলিতে পারি….’। এর পর তিনি বেদী ফুল দিয়ে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তার আগে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, যুক্তরাজ্যের হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা।