দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় একটি ট্রাকে পেট্ট্রোল বোমা নিক্ষেপ ট্রাকের গ্লাস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। তবে কিছু বোঝার আগেই পালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় সাড়ে সন্ধা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বালুবাড়ী খোকন মৌলভীর মোড়ে হঠাৎ করে দুর্বৃত্তরা একটি ট্রাকে ভাংচুর করে পেট্টোল বোমা নিক্ষেপ পালিয়ে যায়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে পানি দিয়ে আগুন নিভায়। তবে এতে কেউ আহত হয়নি বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।