• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন |

নাটোরে তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Tareqনাটোর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাকবন্ধু বলায় নাটোরে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইশরাত জাহান মুন্নি এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ১৮ ডিসেম্বর দুপুরে নাটোরের বিচারিক হাকিম ইসরাত জাহান মুন্নির আদালতে মামলা  করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা।
বাদীর আইনজীবী আব্দুস সালাম জানান, মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৫ ডিসেম্বর লন্ডনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার, খুনি, পাক বন্ধু এবং বর্তমানে আওয়ামী লীগের জন্য লালসালু বলে উল্লেখ করেন। তারেকের এই বক্তব্য মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীর বক্তব্য শুনে আদালতের বিচারক অভিযোগ আমলে নিয়ে তারেক রহমানকে ২২ ফেব্রুয়ারি আদালতে স্ব-শরীরে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন।
২২ ফেব্রুয়ারি রোববার তিনি আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার পরবর্তী তারিখ ২৫ মে নির্ধারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ