• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

সৈয়দপুরে ভাষা শহীদদের স্মরণে উদীচীর গীতি নৃত্য নাট্য

Saidpurসিসি নিউজ: সৈয়দপুরে মহান ভাষা শহীদদের স্মরণে একটি গীতি নৃত্য নাট্য পরিবেশিত হয়েছ।

‘এ লড়াই বাঁচার লড়াই ’ নামে এ গীতি নৃত্য নাট্য পরিবেশন করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখা। ২১ ফেব্রুয়ারীর সন্ধ্যায় সৈয়দপুর রেলওয়ে শহীদ স্মৃতি পার্কের উন্মুক্ত মঞ্চে এ গীতি নৃত্য নাট্যের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার।বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. আহ্সান রহিম মঞ্জিল। এ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সভাপতি ও সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ আলিম উদ্দিন, উদীচী শিল্পী গোষ্ঠী নীলফামারী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ হাশিম রায়হান অপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর থানা শাখার সভাপতি নুরুজ্জামান জোয়ারদার,সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল প্রমূখ।
পরে গীতি নৃত্য নাট্য ‘এ লড়াই বাঁচার লড়াই’ পরিবেশিত হয়। গীতি নাট্যটি গ্রন্থনা করেন নুরুজ্জামান জোয়ারদার। গীতি নৃত্য নাট্যটির নিদের্শনা ও পরিচালনায় ছিলেন শেখ রোবায়তুর রহমান রোবায়েত। এতে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা অভিনয় করেন। আলোক নির্দেশনায় ছিলেন দলিলুর রহমান দিলু ও আব্দুল কুদ্দুস। রূপসজ্জায় ছিলেন আখতারুল ইসলাম মৃধা।এ গীতি নৃত্য নাট্যটিতে অংশ নেওয়া শিল্পীরা অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে গীতি নৃত্য নাট্যটি উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ