• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন |
শিরোনাম :

হাতীবান্ধায় বালতির পানিতে অবুঝ শিশু মৃত্যু

Hatibandha Chield Deth-Pic-01লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধায় রবিবার দুপুরে অসচেনতার কারনে  আনিছুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।
শিশুটিকে হারিয়ে পাগল প্রায় উপজেলার বাড়াইপাড়া গ্রামের বাবা নুর মোহাম্মদ আর মা আর্জিনা বেগমের কান্না থামছে না কিছুতেই। পাড়াপর্শিরাও সামন্য অসাবধানতায় শিশুর এই প্রাণ হানির ঘটনা মেনে নিতে পারছেনা।
জানা গেছে, মা আর্জিনা বেগম কাপড় শুকাতে দিতে বাইরে গিয়েছিল । এমন সময় মাত্র ষোল মাস বয়সী শিশু আনিছুর রহমান ওই বালতির পানিতে উবুর হয়ে পড়ে থাকলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্তান হারা মা আর্জিনা বেগম কেঁদে কেঁদে বলছেন, “ ওরে শোনা রে কেন তুই আমাকে একটু সময় দিলি না! তোকে ছাড়া আমি এখন কি নিয়ে বাঁচবো! পাগলপ্রায় মায়ের এই আহাজারিতে উপস্থিত অনেকেরই চোখে পানি আসে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আক্কাসুর রহমান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ