হিলি প্রতিনিধি: দিনাজপুরের সীমান্ত ঘেঁষা উপজেলা হাকিমপুরের বাংলাহিলিতে বিশ্ব স্কাউট দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ শিশু নিকেতন জুনিয়র স্কুলরের উদ্দোগ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আজ রোববার বিভিন্ন স্কুলের স্কাউট ছাত্র/ছাত্রীরা ব্যানার, ফেষ্টুন সহ উপজেলা চত্বর থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালীতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহারুল ইসলাম, শিশু নিকেতনের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম শুভ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা।