পঞ্চগড় : ধর্ষণের অভিযোগে খোকন চন্দ্র বর্মন (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকালে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক জেলা ও দায়রা জজ এম এ নূর এই রায় দেন।
খোকনের বাড়ি আটোয়ারি উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া বানিয়াপাড়া গ্রামে। সে ওই গ্রামের বিরেন বর্মনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১১ সালের ৫ নভেম্বর দুপুরে আসামি খোকন চন্দ্র বর্মন একই গ্রামের এক কিশোরীকে (১৭) বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে সে অন্তঃসত্বা হয়ে পড়লে খোকনকে বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকার করে। এ ঘটনায় কিশোরীর বাবা ২০১১ সালের ৭ মে আটোয়ারি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে ওই কিশোরীর চার বছরের এক ছেলে রয়েছে।
আটোয়ারী থানার ওসি মো. মজনুর রহমান তদন্ত শেষে ২০১১ সালের ১৩ জুলাই আদালতে খোকন বর্মনের নামে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় আদালত আট জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষী প্রমাণ সাপেক্ষে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে এই সাজা দেন।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান এবং আসামি পক্ষে অ্যাডভোকেট রফিকউদ্দিন আহম্মদ মামলাটি পরিচালনা করেন।