খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষা অফিসের ৪ জন সহকারি শিক্ষা অফিসারকে একই দিনে সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় বদলী করেছে শিক্ষা অধিদপ্তর।
গত ২২ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মো: আবু হেনা মোস্তফা কামাল (এনডিসি)’র স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা গেছে, খানসামা উপজেলার সহকারি শিক্ষা অফিসারদের মধ্যে মো: বজলুর রশিদকে সিলেটের বিয়ানীবাজারে, মো: আব্দুস ছামাদকে সুনামগঞ্জের দিরাই উপজেলায়, মো: রুহুল আমিনকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এবং মো: আজমল হোসেনকে সন্দীপ উপজেলায় বদলী করেছেন। প্রজ্ঞাপনে বদলীকৃত সহকারি শিক্ষা অফিসারদেরকে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ২৬ ফেব্রুয়ারি থেকে তাদেরকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে বলেও উল্লেখ রয়েছে। অপরদিকে কুড়িগ্রামের উলিপুর থেকে মো: আবু মোত্তালেব আলম ও মো: বুলবুল আহমেদ, ভুরুঙ্গামারী থেকে মো: বোরজাহান কবীর, এবং চিলমারী থেকে মো: জাহেদুল ইসলামকে খানসামা উপজেলায় বদলী দেয়া হয়েছে।
শিক্ষকদের একাধিক সূত্র জানায়, ওই ৪ সহকারি শিক্ষা অফিসার দীর্ঘ দিন ধরে নানা ধরণের অনিয়ম দুর্নীতি করে আসছিলেন। তারা ২০১৪-১৫ অর্থ বছরে উপজেলার বিদ্যালয়গুলোতে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য প্রদত্ত স্লিপের ১২ হাজার করে টাকা বাধ্যতামূলক ভাবে শিক্ষকদের কাছ থেকে গ্রহণ করে এ পর্যন্ত কোন উপকরণ প্রদান করেনি। এছাড়াও বিগত ২০১৩-১৪ অর্থ বছরের স্লিপের ১১ হাজার করে টাকা নিয়ে নিম্নমানের মালামাল প্রদান করেন বলেও তারা জনান। তবে সহকারি শিক্ষা অফিসারদের বদলীর ব্যাপারে আলোচিত উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বদলীর সুনির্দিষ্ট কোন কারণ আমার জানা নেই। এটি কর্তৃপক্ষের সিদ্ধান্ত।