• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন |

দ্য অ্যামেজিং স্পাইডারম্যান-৩

spider-manবিনোদন ডেস্ক: কথা ছিলো ২০১৬ সালে মুক্তি পাবে ‘দ্য অ্যামেজিং স্পাইডারম্যান-৩’। তবে সহসাই আসছে না তিন নম্বর এ সিক্যুয়ালটি । তার জন্য স্পাইডারম্যান ভক্তদের অপেক্ষা করতে হবে ২০১৭ সাল পর্যন্ত।

এরই মধ্যে মারভেল স্টুডিও এবং সনি ছবিটি করার ঘোষণা দিয়েছে আগের চেয়েও অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ হবে ‘দ্য অ্যামেজিং স্পাইডার-৩’।

নতুন এ চুক্তি অনুযায়ী ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন ডিজনির মারভেল স্টুডিওর প্রেসিডেন্ট কেভিন ফিজ এবং অ্যামি প্যাসকেল।

দ্য অ্যামেজিং ‘স্পাইডারম্যান-২’ বেশ জমকালো আয়োজনে মুক্তি দেয়া হয়েছিল গত বছর। ছবিটি ছিল দর্শক মহলে বেশ প্রশংসিত। পাশাপাশি ব্যবসা সফলতার দিক দিয়েও সেরা দশের মধ্যে চলে এসেছিলো ছবিটি। তারা ডেটলাইন দিয়েছে ২০১৭ সাল পর্যন্ত। তবে দ্য অ্যামেজিং স্পাইডারম্যান-৩-এ দেখা যাবে না অ্যান্ড্রু গারফিল্ডকে। বেছে নেয়া হবে নতুন কাউকে। চলতি বছরের মাঝামাঝি থেকে শুরু হবে ছবির শুটিং। আর মুক্তি দেয়া হবে ২০১৭ সালের ১৭ই জুলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ