নাটোর : পুলিশের ওপর হামলার মামলায় নাটোর শহর জামায়াতের সেক্রেটারি রাসেদুল ইসলাম রাসেদকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাসেদুল ইসলাম রাসেদ নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের আফতাব সরদারের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের ট্রাফিক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলার আসামি শহর জামায়াতের সেক্রেটারি রাসেদুল ইসলাম রাসেদকে গ্রেফতার করা হয়।