চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে বাল্য বিয়ে দেওয়ার প্রস্তুতিকালে কনের বাবা আব্দুল কুদ্দুস (৫০) কে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান এ রায় দেন। আব্দুল কুদ্দুসকে চুয়াডাঙ্গা জেলা করাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার কাশীপুর গ্রামের চাঁদ আলীর ছেলে শাহীন অর্ধশত বরযাত্রী নিয়ে জয়রামপুর গ্রামের আব্দুল কুদ্দুস বাড়িতে দামুড়হুদা পাইলট বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে কবরী খাতুনকে বিয়ে করার জন্য আসে। বিয়ে দেওয়ার প্রস্তুতি কালে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায়। এসময় বর শাহীনসহ অন্যরা পালিয়ে গেলেও কনের বাবা আব্দুল কুদ্দুস কে আটক করে উপজেলা কার্যালয়ে নিয়ে আসে। এরপর বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল দেয়।