সিসি নিউজ: ভিক্ষুক মুক্ত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিক্ষা করার সময় ভ্রাম্যমান আদালতের কাছে আটক হয়েছে ভিক্ষুক রফিকুল ইসলাম(৬০)। বুধবার বিকেলে তাকে আটকের পর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান তাকে ৭ দিনের বিনাসশ্রম কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, ৯১৩ জন ভিক্ষুকের নামের তালিকা প্রনয়ন করে তাদের পূনঃবাসন কর্মসুচীর আওতায় নিয়ে এসে উপজেলা প্রশাসন গত বছর ৫ জুলাই ওই উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুক মুক্ত ঘোষনা করেছিল।
এ অবস্থায় বুধবার বিকেলে কিশোরগঞ্জ বাজারে ভিক্ষা করছিল উপজেলা সদর ইউনিয়নের দক্ষিন রাজিব গ্রামের মৃত আছির উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম(৬০)। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থল থেকে আটক করে উক্ত সাজা প্রদান করেন। কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ভিক্ষুককে বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়।