সিসি নিউজ: বৃহস্পতিবার সৈয়দপুরে উপজেলার বাঙ্গালীপুর নিজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপত্বি করেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমাল হোসেন সরকার, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যানে ছাইদুর রহমান সরকার, মোতাখারুল ইসলাম, শাহজান পারভীন সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষকের আন্তরিকতায় মানসম্মত শিক্ষার মূলতন্ত্র এবং মানসম্মাত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কল্পে শ্লোগানকে সামনে রেখে, এ আয়োজন করেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।