• বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
হ্যাটট্রিক জয়ে সিরিজ বাংলাদেশের অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী সৈয়দপুরে অনুষ্ঠিত হলো এয়ার এ্যাস্ট্রা’র বিজনেস পার্টনার মিট নীলফামারীতে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের কর্মসংস্থানে সেমিনার নীলফামারীতে প্রবীণদের স্বাস্থ্য সচেতনতামুলক মুলক আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি: নীলফামারীতে ছাত্রলীগের পদযাত্রা ও ছাত্র সমাবেশ খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ ওটি-আল্ট্রা, সেবাবঞ্চিত রোগীরা এসএসসির ফল ১২ মে শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট জয়পুরহাটে নুরুন্নবী হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৫জনের যাবজ্জীবন

অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন সায়মা

Potulসিসি নিউজ: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ব্যারী ইউনিভার্সিটি ডিসটিংগুইস্ড অ্যালামনাই অ্যাওয়ার্ড পেয়েছেন অটিজম বিশেষজ্ঞ এবং বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন।

আন্তর্জাতিক পর্যায়ে জনস্বাস্থ্য সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।

গত ১৯ ফেব্রুয়ারি ফ্লোরিডার মায়ামিতে ব্যারী ইউনিভার্সিটি মিলনায়তনে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে বলা হয়, সায়মা একজন মনোবিজ্ঞানী এবং শিশুদের অটিজম বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের একজন প্রবক্তা। তিনি ব্যারী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, ২০০২ সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর মাস্টার্স ডিগ্রি এবং ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন।

ব্যারী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন নিয়ে গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অফ সায়েন্সের শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি পায়।

২০০৮ সালে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ শুরু করেন সায়মা।

প্রথমে নিজের দেশ বাংলাদেশে কাজ শুরুর পর জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করছেন তিনি। ২০১৪ সালের সেপ্টেম্বরে তাকে জনস্বাস্থ্য বিষয়ে ‘হু এক্সিলেন্স’ সম্মাননায় ভূষিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অটিজম বিষয়ক পরামর্শক কমিটিতে আছেন তিনি।

সায়মা ওয়াজেদ হোসেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী এবং প্রয়াত পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ