ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে সোহেল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । শিশু সোহেল ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ডের চিকনমাটি গ্রামের রেজাউল ইসলাম বাবুর পুত্র । জানা যায়, আজ সকালে বাড়ীর উঠোনে কয়েকজন শিশুর সাথে খেলা করছিলেন। খেলার এক পর্যায়ে সকলের অগোচরে সোহেল বাড়ীর পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে অনেক খোজাখুজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।