গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদরে চলন্ত বাসের নিচে ছুড়ে ফেলে বিশা নামে সাড়ে তিনবছর বয়সী শিশু কন্যাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে ওই শিশুর বাবা বিকাশ বিশ্বাসকে। রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার ভেন্নাবাড়িতে এ নির্মম ঘটনা ঘটে। নিহত শিশু বিশা সদরের ভেন্নাবাড়ি গ্রামের বিকাশ সরকারের মেয়ে। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী শিশু কন্যার ঘাতক বাবার বিচার দাবি করেছেন। স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে শিশু কন্যা বিশাকে বেড়ানোর কথা বলে তার বাবা বিকাশ বিশ্বাস ঘরের বাইরে নিয়ে আসে। পরে সড়কে গিয়ে টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী একটি চলন্ত বাসের নিচে ছুড়ে ফেলে। এতে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিশার মৃত্যু হয়। গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির বাবা ঘুরানোর কথা বলে তাকে বাড়ি থেকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নবাড়ি বাসস্টান্ড এলাকায় নিয়ে আসে। এ সময় টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী বাসের নিচে তাকে ছুড়ে মারে।এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।